Breaking
23 Dec 2024, Mon

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের সরডিহা এলাকায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মানিকপাড়া বিট হাউসের পুলিশ।পরে সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌছায় নদীতে তল্লাশি চালিয়ে ওই যুবকের দেহ উদ্ধার করার চেষ্টা করলে ব্যর্থ হয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার দুপুরে লালবাগ এলাকার ৬ বন্ধু মিলে কংসাবতী নদীর গড়মোহান সংলগ্ন আমালাতোড়া ঘাটে স্নান করতে যায়। সেই সময় যখন সকলে স্নান করতে ব্যস্ত তখন হঠাৎ করে ওই ছয় বন্ধুর মধ্যে বছর ১৬ র শেখ ফিরোজ আলী নামে এক যুবক নদীর একটি গভীর গর্তে পড়ে গিয়ে জলের স্রোতে তলিয়ে যায়।বাকি বন্ধুরা তাকে ডুবে যেতে দেখে আতঙ্কিত হয়ে স্থানীয় লোকজনকে ডেকে আনে এবং চিৎকার করতে শুরু করে। পরে ঘটনার খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে আসে এবং খোঁজার চেষ্টা করে। পরে খুঁজে না পেয়ে মানিকপাড়া বিট হাউসে খবর দেওয়া হলে বিট হাউসের পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। এবং বিকেল নাগাদ একটি স্পিড বোট নামিয়েও তল্লাশি চালানো হয়। তল্লাশি চালাতে গিয়ে সন্ধ্যা নেমে যাওয়ায় তল্লাশি চালানোর কাজ বন্ধ করে দেওয়া হয়।পরের দিন্ রবিবার আবার সকাল থেকে দুটি স্পিড বোট ও এক ডুবুরির সাহায্যে তল্লাশি চালানো হয় কিন্তু ঘটনার ২৪ ঘন্টা পার হলেও নিখোঁজ হয়ে যাওয়া যুবকের সন্ধান মেলেনি। সমির খাঁ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন ” আমি নদীর মাছ ধরছিলাম তখন ওই স্বজন ছেলে নদীতে স্নান করতে আসে, তারপর আমি মাছ ধরে উঠে যাচ্ছিলাম তখন আমার মেয়ে হঠাৎ চিৎকার করে বলে ফিরোজ দাদা ডুবে যাচ্ছে আমি তখন ছুটে আসি, আরো অন্যান্য স্থানীয় লোকজনদের ডেকে আনি আমরা সবাই মিলে খোঁজার চেষ্টা করি কিন্তু আমরা খুঁজে পাই না “।

Developed by