Breaking
26 Apr 2025, Sat

নাবালিকা অপহরণের ঘটনায় হুমটিয়া থেকে গ্রেপ্তার ১ যুবককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ঝাড়গ্রাম আদালত

নাবালিকা অপহরণের ঘটনায় শনিবার সকালে ১ যুবককে গ্রেফতার করল গোপীবল্লভপুর থানার পুলিশ। শনিবার দুপুরে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। গ্রেফতার হওয়া যুবকের নাম অর্জুন বেহারা (১৯)। বাড়ি গোপীবল্লভপুর থানার অন্তর্গত হুমটিয়া গ্রামে। এদিন সকালে যুবককে বাড়ি থেকে গ্রেফতার করে এবং নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। চলতি বছরের জানুয়ারি মাসের ৬ তারিখ গোপীবল্লভপুর থানায় নাবালিকা অপহরণের অভিযোগ জানানো হয়েছিল নাবালিকার পরিবারের পক্ষ থেকে। পুলিশ IPC এর ৩৬৩ ও ৩৬৬ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। পুলিশ তদন্ত নেমে যুবককে গ্রেফতার করে এবং নাবালিকাকে উদ্ধার করে ।

Developed by