Breaking
23 Dec 2024, Mon

বামদা এলাকায় রহস্যজনক ভাবে সাইকেল থেকে পড়ে মৃত্যু হল ১৫ বছরের ১ স্কুল পড়ুয়ার

রহস্য জনক ভাবে সাইকেল থেকে পড়ে মৃত্যু হল ১৫ বছরের ১ স্কুল পড়ুয়ার। শুক্রবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে। মৃত স্কুল পড়ুয়ার নাম রোহিত মুখার্জি।বাড়ি ঝাড়গ্রাম থানার অন্তর্গত কন্যাডুবা গ্রামে। জানা গিয়েছে, শুক্রবার সকালে বাড়ি থেকে সাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাবার সময় বামদা এলাকায় স্থানীয় মানুষজন অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে পড়ুয়াকে পড়ে থাকতে দেখে ।বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকৃত ঘোষণা করেন। মৃত স্কুল পড়ুয়া কাকু পিন্টু মুখার্জি বলেন,”রোহিতের হার্টের সমস্যা ছিল । তার চিকিৎসা চলছিল । বর্তমানে তার অবস্থা ভালো ছিল। কোন সমস্যা ছিল না । কিন্তু আজ সকালে সাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বামদা এলাকায় অচৈতন্য অবস্থায় তাকে আমরা দেখতে পাই। উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথ দুর্ঘটনায় না শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হল আমরা কিছুই বুঝতে পারছি না”।

Developed by