বৈদ্যুতিক টাওয়ারের যন্ত্রাংশ চুরির ঘটনায় ঝাড়গ্রাম থানার পুলিশ তদন্তে নেমে ১ যুবককে শুক্রবার সকালে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। গ্রেপ্তার হওয়ার যুবকের নাম সমীর ভুক্তা।বাড়ি ঝাড়গ্রাম শহরের শিরীষ চক এলাকায়। শিরীষ চক এলাকা থেকে যুবককে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। জানা গিয়েছে,চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে বৈদ্যুতিক বিভাগের ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে বৈদ্যুতিক টাওয়ারের যন্ত্রাংশ চুরি অভিযোগ জানানো হয়। ঝাড়গ্রাম থানার পুলিশ তদন্তে নেমে সমীর ভুক্তাকে গ্রেফতার করে। ঘটনা তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে ৭ দিনের পুলিশ হেফাজত চাওয়া হলে বিচারক ৩ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।