Breaking
23 Dec 2024, Mon

২১শে জুলাই এর সমর্থনে তৃণমূলের দেওয়াল লিখন রাধানগরে

ঝাড়গ্রাম: ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে কলকাতার ধর্মতলায় জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২১শে জুলাই এর জনসভাকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেবায়তন এলাকায় দেওয়াল লিখন করা হয়। রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষের নেতৃত্বে রাধানগরের সেবায়তন সহ একাধিক এলাকায় দেওয়াল লিখন করা হয় এদিন। দেওয়াল লেখনের পাশাপাশি রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সঙ্গে ২১শে জুলাই কে সামনে রেখে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষ । এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাধানগর অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষ সহ রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কবিতা মুদি, রাধানগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়ন্ত মাহাত,কেচন্দা বুথের পঞ্চায়েত সদস্য আশিষ মাইতি,ঝাড়গ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের প্রত্তন সভাপতি অশোক মাহাত, ঝাড়গ্রামের তৃণমূলের বিশিষ্ট নেতা পরিতোষ মাহাতো সহ অন্যান্য নেতৃত্বরা। রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষ বলেন,” শহীদ স্মরণে কলকাতার ধর্মতলায় ২১শে জুলাই এর জনসভা রয়েছে। প্রধান বক্তা থাকছেন আমাদের মুখ্যমন্ত্রী তথা বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শে জুলাই এর শহীদ স্মরণে জনসভাকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে আমার অঞ্চলের একাধিক এলাকায় দেওয়াল লিখন করা হয়। আমার অঞ্চল থেকে ব্যাপক সংখ্যক তৃণমূলের কর্মী সমর্থকরা ২১শে জুলাইয়ের শহীদ স্মরণের জনসভায় যোগদান করতে চলেছে “।

Developed by