Breaking
23 Dec 2024, Mon

আঁধারিয়ায় ঝাড়গ্রাম-বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়কের উপর পিকআপ ভ্যান জাতীয় গাড়ির ধাক্কায় মৃত্যু হল ১ সাইকেল আরোহীর

জেএনএফ,ঝাড়গ্রাম:

পিকআপ ভ্যান জাতীয় গাড়ির ধাক্কায় মৃত্যু হল ১ সাইকেল আরোহীর। বুধবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে। মৃত সাইকেল আরোহীর নাম জয়দেব চ্যাটার্জী (৬৩)। বাড়ি বিনপুর থানার অন্তর্গত আঁধারিয়া গ্রামে। মঙ্গলবার রাত্রে আঁধারিয়া এলাকায় ঝাড়গ্রাম-বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়কের উপর বিনপুর দিক থেকে আসা দহিজুড়িগামী একটি পিকআপ ভ্যান জাতীয় গাড়ি সাইকেল আরোহীকে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত্রে মৃত্যু হয় ওই ব্যক্তির।

Developed by