Breaking
23 Dec 2024, Mon

লালগড় থানার পক্ষ থেকে ২৬ শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন

জেএনএফ,লালগড়: বুধবার ২৬ শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এলাকার মানুষজনকে মাদকদ্রব্য থেকে দূরে থাকার বার্তা দেওয়ার জন্য এদিন সকালে লালগড় থানার পক্ষ থেকে লালগড় এলাকায় মাদক বিরোধী সচেতনতামূলক পদযাত্রা করা হয়। এদিনের এই পদযাত্রায় অংশগ্রহণ করেন লালগড় কলেজের এনএসএস ডিপার্টমেন্টের পড়ুয়ারা, লালগড় থানার পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং লালগড় থানা এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যরা। লালগড় থানা থেকে পদযাত্রা শুরু হয়ে লালগড় বাজার পরিক্রমা করে পুনরায় লালগড় থানাতেই পদযাত্রা শেষ হয়। এদিনের সচেতনতামূলক পদযাত্রায় নেতৃত্বে ছিলেন লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায় সহ লালগড় থানার অন্যান্য পুলিশ অফিসাররা। পদযাত্রার মাধ্যমে লালগড় বাজারে পথ চলতি সাধারণ মানুষকে মাদকদ্রব্য থেকে দূরে থাকার জন্য সচেতন করা হয় । মাদকদ্রব্যের ক্ষতিকারক দিক গুলি তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে। লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায় বলেন,”আজ ২৬ শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। মাদকদ্রব্য থেকে সাধারণ মানুষ জনকে দূরে থাকার বার্তা দেওয়ার জন্য আজ লালগড় থানার পক্ষ থেকে লালগড় বাজার এলাকায় সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রার পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষকে মাদকদ্রব্য থেকে দূরে থাকার জন্য সচেতন করা হচ্ছে”।

Developed by