Breaking
23 Dec 2024, Mon

NEET ও UGC – NET দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিতে বালুরঘাটে ঝাড়গ্রামের তৃণমূলের শিক্ষক নেতৃত্বরা

ঝাড়গ্রাম: NEET ও UGC – NET দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিতে বালুরঘাটে পদযাত্রা ও পথসভা সর্বভারতীয় তৃণমূল শিক্ষাসেল । মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এলাকায় তৃণমূলের একাধিক শিক্ষক সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা জমায়েত হয়ে পদযাত্রার পাশাপাশি পথসভা করেন। এদিনের এই পদযাত্রায় ও পথসভায় ঝাড়গ্রাম জেলা থেকে যোগদান করে তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা। ঝাড়গ্রাম জেলা থেকে এদিনের এই পদযাত্রা ও পথসভায় যোগদান করেছিলেন ঝাড়গ্রাম জেলা ডিপিএসসির চেয়ারম্যান জয়দীপ হোতা, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি স্বপন পাত্র, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির সদস্য উজ্জ্বল পাত্র, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলার সহ-সভাপতি অশোক গড়াই, এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক নেতৃত্ব সুব্রত সাহা ।

Developed by