Breaking
23 Dec 2024, Mon

শ্রমিকদের পিএফ ও গ্র্যাচুয়েটির টাকা পাইয়ে দিতে বেলতলায় শ্রমিকদের নিয়ে বৈঠক INTTUC-র জেলা সভাপতি

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের বন্ধ হয়ে থাকা বেলতলা পেপার মিলে শ্রমিকদের পিএফ ও গ্র্যাচুয়েটির পাওনা টাকা মিল মালিক পক্ষ কে মিটিয়ে দিতে হবে। এই বিষয়কে সামনে রেখে মঙ্গলবার দুপুরে শ্রমিকদের নিয়ে বৈঠক করেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মহাশিস মাহাতো। মহাশিস জানান,”বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বার আইএনটিটিইউসি নেতৃত্ব দাবি জানিয়েছে। কতৃপক্ষ আশ্বাস দিয়েছে শ্রমিকদের টাকা মিটিয়ে দেবে”। এদিনের বৈঠকে শ্রমিকদের সাথে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মহাশীষ মাহাত ছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের ঝাড়গ্রাম গ্রামীণ ব্লক সভাপতি অমিত শ্রীবাস্তব।

Developed by