জেএনএফ,মানিকপাড়া : রাতের অন্ধকারে বেআইনিভাবে নদী থেকে গুঁটি তুলে পাচার করার সময় একটি ট্রাক্টরকে হাতেনাতে পাকড়াও করলো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের গড়মোহান এলাকায়। রবিবার রাত আটটা নাগাদ গড়মোহান এলাকায় কংসাবতী নদী থেকে অবৈধভাবে গুটি তুলে ট্রাক্টরে করে নিয়ে যাওয়ার সময় ওই গ্রামের গ্রামবাসীরা হটাৎই ট্রাকটার টিকে ঘিরে ফেলে এবং মানিকপাড়া বিট হাউসে এ খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই গুটি ভর্তি ট্রাক্টর টি নিয়ে গাড়ির চালক পালিয়ে যায়। বর্তমানে ঝাড়গ্রাম ব্লকে কোন বৈধ বালি খাদান নেই, এবং নদী থেকে গুটি তোলার অনুমতি ও কোন খাদান থেকে দেওয়া হয়নি।কিন্তু গ্রামবাসীদের অভিযোগ প্রত্যেকদিন রাতের অন্ধকারে মধ্যরাত্রিতে বেশ কিছু অসাধু ব্যক্তি নদী থেকে গুটি তুলে সেই গুটি ট্রাক্টারে করে প্রচার করে দেয়। ধনপতি মাহাতো নামে গড়মোহান গ্রামের এক বাসিন্দা বলেন ” আমাদের এখানে প্রত্যেকদিন নদী থেকে রাতের অন্ধকারে গুটি পাচার করা হয়। আজ একটি ট্রাক্টর যখন গুটি নিয়ে যাচ্ছিল তখন আমরা গ্রামবাসীরা মিলে ট্রাক্টর টিকে ঘিরে ফেলি এবং পুলিশে খবর দেই কিন্তু কিছুক্ষণ পরে যারা এইসব কাজ করে তারা এসে জোর করে ট্রাক্টরটিকে নিয়ে চলে যায়। তারপর ঘটনাস্থলে পুলিশ আসে পুলিশ এসে পরিস্থিতি ক্ষতিয়ে দেখছে । আমরা গ্রামবাসীরা চাই অবিলম্বে এই সমস্ত বেআইনি কারবার বন্ধ হোক “।