Breaking
23 Dec 2024, Mon

প্রখর রোদের জন্য ২ মে থেকে ৪ মে পর্যন্ত 1st সেমিস্টারের পরীক্ষা স্থগিত করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

অর্পিতা দাস পাল, জেএনএফ, মেদিনীপুর : প্রখর রোদের জন্য ২ মে থেকে ৪ মে পর্যন্ত সমস্ত পরীক্ষা স্থগিত করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নোটিশ দিয়ে একথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক। নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রচণ্ড গরমের জন্য ২ মে, ৩ মে এবং ৪ মে তিনদিন 1st সেমিস্টারের যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল তা স্থগিত করা হল। ওই পরীক্ষাগুলি আবার কবে নেওয়া হবে তার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন পশ্চিম মেদিনীপুর,পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় কলেজ গুলি রয়েছে। এই তিনটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস। পরীক্ষা সময় ছিল সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত। কিন্তু এই গরমে পড়ুয়াদের পরীক্ষা দিতে অসুবিধা হবে। এমনকি যারা পরীক্ষার ডিউটি দেবেন তাঁরাও সমস্যায় পড়তে পারেন গরমের জেরে। পরীক্ষা শুরু হয়েছিল ৩০ এপ্রিল। কিন্তু বর্তমান পরিস্থিতি বিচার করেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সমস্ত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।তবে আগামী ৬ মে যে পরীক্ষাগুলি রয়েছে, সেগুলি ওই দিন হবে বলে নোটিশে জানিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিপ্লব চক্রবর্তী।

Developed by