Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সোনামনি টুডুর সমর্থনে ঝাড়গ্রাম শহরে প্রচার

সুদীপ্ত মিত্র ,জেএনএফ ঝাড়গ্রাম: মঙ্গলবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সোনামনি টুডুর সমর্থনে ঝাড়গ্রাম শহরে প্রচার করা হল। প্রচারে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ কুমার সরকার এছাড়াও অন্যান্য বাম সমর্থিত কর্মী সমর্থকরা। সিপিআইএমের জেলা কার্যালয় থেকে প্রচার শুরু হয়। ঝাড়গ্রাম পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন ঝাড়গ্রাম কেন্দ্রের প্রার্থী সোনামন। এদিনের এই মিছিলে পুরনো নেতৃত্বদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইতিমধ্যেই পুরনো নেতৃত্বরা পুরোদমে ঝাঁপিয়ে পড়েছে প্রচারে। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই প্রত্যেকদিন অভিনব কায়দায় প্রচার করছেন সোনামণি। মঙ্গলবার টোটো এবং বাইক র‍্যালির মধ্য দিয়ে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন প্রার্থী। প্রার্থীর সাথে একাধিক বামসমর্থিত মহিলা নেতৃত্বদের লক্ষ্য করা যায় । তীব্র দাবদাহকে উপেক্ষা করেই প্রার্থী প্রতিদিন বিভিন্ন জায়গায় প্রচার সারছেন । ২০১১ সালে রাজ্যের পালা বদলের পর বাম সমর্থিত নেতৃত্বদের এরকম উদ্দীপনা লক্ষ্য করা যায়নি। আসন্ন লোকসভা নির্বাচনে লাল দুর্গ অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে সমানে টক্কর টক্কর দিচ্ছে।

Developed by