Breaking
23 Dec 2024, Mon

প্রচারে শাসক দলের সাথে অন্যান্য দলকেও সমান টক্কর দিচ্ছে বাম

সুদীপ্ত মিত্র ,জেএনএফ,লালগড়: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বামফ্রন্ট মনোনীত প্রার্থী সোনামণি টুডুর সমর্থনে রবিবার বিনপুর ১ ব্লকের নেপুরা অঞ্চলে বাম প্রার্থী সোনামণি টুডু প্রচার কর্মসূচি । প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে কোনরকম সময় নষ্ট না করে প্রচারের মাঠে নেমে পড়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সোনামনি টুডু। প্রচারে শাসক দলের সাথে অন্যান্য দলকেও টক্কর দিচ্ছে বাম প্রার্থী। রবিবার বিনপুর ১ নং ব্লকের নেপুরা অঞ্চলে শতাধিক বাম কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল ও বাইক র‍্যালি করেন সোনামনি টুডু। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ কুমার সরকার এছাড়াও দলের অন্যান্য কর্মী সমর্থকরা। ভোটের প্রচারে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ বাম সমর্থিত প্রার্থী সোনামণি টুডু। এলাকাতে বাড়ি বাড়ি প্রচারে প্রার্থীকে দেখতে পেয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মী সমর্থকরা প্রত্যেকেই ভিড় জমাতে শুরু করে। বাকি অন্যান্য দলের মতই নিজের দলের প্রচারেও তিনি খামতি রাখতে চাইছেন না প্রথম দিন থেকেই তা বুঝিয়ে দিয়েছেন বাম প্রার্থী। সর্বশক্তি দিয়ে ফের ভোটের ময়দানে ঝাপাতে চাইছে বামপন্থীরা।ইতিমধ্যেই পুরনো দলীয় নেতাদের ভোটের ময়দানে নামানো হয়েছে যাতে তৃণমূল বিরোধী ভোট বামেদের ঘরেই আসে। প্রতিদিন একঘেয়ে প্রচার না করে অভিনব কায়দায় দেওয়াল লিখন করেও প্রচার সারছেন সোনামণি। কোথাও বিজেপিকে কটাক্ষ করে কোথাও আবার শাসক দলকে কটাক্ষ করে নানা ধরনের দেওয়াল লিখন করছে বামফ্রন্ট। দেওয়াল লিখনে ফুটে উঠছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই দলের প্রতি কটাক্ষের সুর। স্বাভাবিকভাবে বলা যেতেই পারে ঝাড়গ্রাম জেলায় তৃণমূল ও বিজেপির দেওয়াল লিখনের সাথে টক্কর দিচ্ছে বামফ্রন্ট। অভিনব কায়দায় দেওয়ার লিখন এবং প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোটের বার্তা তুলে ধরতে শুরু করেছে বাম সংগঠন।

Developed by