Breaking
23 Dec 2024, Mon

বিধায়কের উপস্থিতিতে বেলপাহাড়িতে প্রচার কর্মসূচি
তৃনমূল প্রার্থীর সমর্থনে

শঙ্কর পাল,জেএনএফ,বেলপাহাড়ী:

তীব্র দাবদাহ কে উপেক্ষা করে রবিবার বেলপাহাড়ী অঞ্চলে তৃনমূল প্রার্থীর সমর্থনে প্রচার কর্মসূচি। রবিবার বিনপুর ২ নং ব্লকের বেলপাহাড়ী অঞ্চলের সিমলা সহ একাধিক এলাকায় এই প্রচার কর্মসূচি আয়োজিত হয়। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী কালিপদ সরেনের সমর্থনে মিছিল ও পথসভা ও বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি করা হয় । বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এলাকার মানুষ জনদের বাড়ি বাড়ি গিয়ে লক্ষীরভান্ডার ,স্বাস্থ্যসাথী,সবুজসাথী সহ রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের সুবিধার কথা তুলে ধরা হয়।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা, বিনপুর ২ নং ব্লকের যুব তৃনমূলের সভাপতি রাজীব মাহাত, ব্লক মহিলা তৃনমূলের সভানেত্রী রুমা মাহাত সহ তৃনমূলের অন্যান্য নেতা কর্মীরা।

Developed by