বুদ্ধদেব বেরা জেএনএফ,ঝাড়গ্রাম: তৃণমূলের কর্মীসভায় তৃণমূলে যোগদান করল বিজেপির বুথ সভাপতি সহ চারটি পরিবারের প্রায় ৩০ জন বিজেপি কর্মী সমর্থক। বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের আমরুলিয়া গ্রামে ঝাড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেন, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, ঝাড়গ্রাম জেলা পরিষদের সহ-সভাপতি অঞ্জলী দোলায়, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত মাহাতো, পশ্চিমবঙ্গ সরকারের কুড়মি উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রথীন্দ্রনাথ মাহাতো, ঝাড়গাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমন সাহু, ঝাড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নরেন মাহাতো, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি রেখা সরেন, ঝাড়গ্রাম জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ শুভ্রা মাহাতো, বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভ্রা মান্ডি , রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কবিতা মুদি , মনিকাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শত্রুঘ্ন মাহাতো , ঝাড়গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বন্দনা সিট , পঞ্চায়েত সমিতির সদস্য নেপাল চ্যাটার্জী, যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সান্তনু ঘোষ , রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষ
, বাঁধগোড়া অঞ্চল সভাপতি শঙ্কর বেজ, মনিকাপাড়া অঞ্চল সভাপতি সুধীর মাহাতো, সাপধরা অঞ্চল সভাপতি দিনু সিং , বাঁধগোড়া অঞ্চল যুব সভাপতি অভিজিৎ মাহাতো সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। লোকসভা নির্বাচনে এই এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিভাবে মানুষের দুয়ারে দুয়ারে যাবে সেই প্রসঙ্গে বিস্তর আলোচনা হয় কর্মীসভায়। ব্লক সভাপতি নরেন মাহাতো বলেন,”ঝাড়গ্রাম ব্লকের চারটি অঞ্চল কে নিয়ে এখানে কর্মীসভার আয়োজন করা হয়েছে। এদিনের এই কর্মীসভার মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলি সকলের কাছে তুলে ধরা হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যা করেছেন তা পৃথিবীর অন্য কোন রাজনৈতিক দলের নেতা বা নেত্রী আজ পর্যন্ত করতে পারেনি। এই সংসদটি একসময় বিজেপির দখলে ছিল আজ সকলেই বিজেপি ছেড়ে বহুদিন আগেই তৃণমূল কংগ্রেসের হাত ধরেছে। এক কথায় বলে রাখতে পারি আমার ব্লক থেকে সব থেকে বেশি ভোটেলিড দিয়ে জয়যুক্ত করব আমাদের দলের প্রার্থী কালীপদ সরেন কে” । কর্মীসভার মধ্যেই প্রার্থী কালীপদ সরেনের হাত ধরে বাঁধগোড়া অঞ্চলের হদহদি সংসদের হদহদি বুথের বিজেপির বুথ সভাপতি বাবুল মাহাতো তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, হদহদি বুথের বুথ সভাপতি সহ চারটি বিজেপি পরিবারের মোট ৩০ জন তৃণমূল কংগ্রেসের যোগদান করে। তৃণমূলের প্রার্থী কালীপদ সরেন বলেন,”কর্মীসভায় যোগ দিয়ে খুবই ভালো লাগছে। এখানকার মানুষজন বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নে খুবই খুশি। মানুষ আমাদের পাশেই রয়েছেন”। যোগদান প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলা বিজেপির সহ-সভাপতি দেবাশীষ কুন্ডু বলেন,”ওই বুথে এই নামের কোন বিজেপির বুথ সভাপতি নেই। কেউ যদি নিজেকে বুথ সভাপতি পরিচয় দিয়ে কোথাও যোগদান করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যিনি যোগদান করেছেন তিনি বিজেপির কেউ নন”।