Breaking
23 Dec 2024, Mon

বিরোধী দলনেতার সভাস্থলের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিজেপি প্রার্থী প্রণত টুডু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম :আগামীকাল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে কর্মী সম্মেলনে যোগ দিতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা প্রিয় শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রাম ব্লকের গজাশিমুল ফুটবল ময়দানে এই কর্মী সম্মেলন হবে বলে বিজেপি সূত্রে জানা গেছে। সকাল থেকেই শুরু হয়েছে সভা মঞ্চ তৈরীর কাজ, সে মন্ত্র তৈরীর কাজের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকেলে গজাশিমুল ফুটবল ময়দানে উপস্থিত হয়েছিলেন বিজেপি প্রার্থী প্রণত টুডু, সাথে ছিলেন বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো, রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সভাপতির সুখময় সৎপতি, মিডিয়া কনভেনার প্রশান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। জেলা সভাপতি তুফান মাহাতো বলেন ” কাল বিরোধী দলনেতা আসছেন, সাতটি বিধানসভার বুধকর্মীরাই কাল উপস্থিত হবেন “। রাজ্য কমিটির সদস্য সুখময় সতপথী বলেন ” প্রার্থী ঘোষণা হওয়ার পর আমাদের প্রথম একটা বড় মাপের বড় নেতৃত্ব কে দিয়ে সভা হচ্ছে। কর্মীরা সবাই খুব উৎসাহে আছে। অনেকদিন পর শুভেন্দু দা আবার ঝারগ্রাম আসবেন। গতবারেই আমাদের যা লিড ছিল সেই লিড এবারে আরো বাড়বে “।বিজেপি প্রার্থী প্রণত টুডু বলেন ” কাল শুভেন্দু দা এই মাঠে সভা করতে আসছেন। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা খতিয়ে দেখতে উপস্থিত হয়েছি। কাজ চলছে বাকি যা কাজ আছে তা রাত্রের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। আমরা সবাই শুভেন্দু দার বার্তা শোনার জন্য আগ্রহে আছি “।

Developed by