Breaking
24 Dec 2024, Tue

বাঁশপাহাড়ীতে কড়া নজরদারি বাঁশপাহাড়ী আউট পোষ্টের পুলিশের

শঙ্কর পাল,জেএনএফ,বাঁশপাহাড়ী:
শান্তি পূর্ণ লোকসভা নির্বাচন এর জন্য ঝাড়গ্রাম – বাঁকুড়া বর্ডারের বাঁশপাহাড়ীতে কড়া নজরদারি বাঁশপাহাড়ী আউট পোষ্টের পুলিশের। শনিবার সারাদিন ধরে চলে কড়া নাকা চেকিং। ঝাড়গ্রাম পুরুলিয়া ৫ নং রাজ্য সড়কের মধ্যে বাঁশপাহাড়ী এলাকার চলে এই নজরদারি। পুলিশ সূত্রে জানা যায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই নজরদারি। ঐ রাস্তা দিয়ে যাতায়াত কারি সমস্ত গাড়ির তল্লাশি নেওয়া হয়।

Developed by