আকাশশীট ,জেএনএফ,গোপীবল্লভপুর ২ব্লক:
গোপীবল্লভপুর ২ ব্লকের বিভিন্ন গ্রামে চোলাই মদের কারবার রুখতে ফের বড়সড় সাফল্য পেল আবগারি দফতর। শনিবার ব্লকের বাসুদেবপুর,নাকুইজুড়ি,চৈনিশোল,বাহারুনা সহ বিভিন্ন গ্রামের একাধিক চোলাই ঠেকে অভিযান চালাল আবগারি দফতর। এদিনের আবগারি অভিযানে বাজেয়াপ্ত প্রায় ৩৫ লিটার চোলাই মদ সহ প্রায় হাজার লিটার চোলাই সামগ্রী। সঙ্গে গ্রেফতার এক ব্যক্তি।
জানা গিয়েছে গোপন সুত্রে খবর পেয়ে এদিন গোপীবল্লভপুর ২ ব্লকের একাধিক গ্রামে চোলাই ঠেকে অভিযান চালায় আবগারি দফতর। এদিনের অভিযানে একজনকে গ্রেফতারের পাশাপাশি দুটি পৃথক মামলা রুজু করেছে আবগারি দফতর।