অরুপ কুমার মাজি,জেএনএফ ,সাঁকরাইল :
শনিবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কালিপদ সরেনের সমর্থনে সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের নেপুরাতে মিছিল করলো সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেস। মিছিলের নেতৃত্বে ছিলেন সাঁকরাইল ব্লকের ব্লক সভাপতি কমলকান্ত রাউত। এদিন কেবলমাত্র নেপুরা সংসদের মানুষজনকে নিয়েই মিছিল করে থাকে তৃণমূলের নেতৃত্বরা। এই মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিশেষ করে এই মিছিলে মহিলাদের উপস্থিতি এক ব্যতিক্রমী চিত্র তৈরি করেছিল। কিছুদিন আগে এই রগড়া অঞ্চলের কাটুয়াপালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছিল এবং দুপক্ষেরই বাদানুবাদ তৈরি হয় এবং উভয় পক্ষই তর্কে জড়িয়ে পড়েছিল। কিন্তু এরপর আজ তৃণমূলের তরফ থেকে মিছিল করে তৃণমূলের সংগঠনের ক্ষমতা প্রদর্শন করে থাকে অঞ্চল নেতৃত্ব। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় সেদিন বিজেপির প্রচারের লোক সংখ্যা দেখা যায়নি কিন্তু আজকে তাদের মিছিলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সাঁকরাইল ব্লকের ব্লক সভাপতি কমলকান্ত রাউত বলেন ” আমরা আজ আমাদের কেবলমাত্র নেপুরা সংসদে মিছিল করলাম কেবলমাত্র একটা সংসদে মিছিল করে যদি এত লোকের উপস্থিতি লক্ষ্য করা যায় তাহলে আমাদের ব্লক জুড়ে ভাবুন কতটা সংগঠন রয়েছে। আমাদের দিদি মানুষের জন্য যা করেছে বিশেষ করে মহিলাদের জন্য যা করেছে তার জন্যই আজ মহিলাদের উপস্থিতি মিছিলে এক অন্য প্রভাব ফেলেছে। আমরা কোন প্ররোচনাতে পা দেবো না সবাই সবার নিজের মতো প্রচার করুক রগড়া অঞ্চল শান্তিতে থাকুক সাঁকরাইল ব্লক শান্তিতে থাকো আগামী দিনে মানুষ ঠিক করে নেবে কাকে ভোট দেবে “।