Breaking
24 Dec 2024, Tue

পৌরসভা এলাকায় অভিনব সাইকেল র‍্যালির মাধ্যমে প্রচার করলো তৃণমূল

বুদ্ধদেব বেরা ,জেএনএফ,ঝাড়গ্রাম : পৌরসভা এলাকায় অভিনব সাইকেল র‍্যালির মাধ্যমে প্রচার করলো তৃণমূল। এদিনের প্রচারে নেতৃত্ব দেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সাধারন সম্পাদক অজিত মাহাতো ও শহর যুব তৃণমূলের সভাপতি বিক্রমাদিত্য মল্লদেব। মূলত ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় ভোটের মার্জিন বাড়ানোর লক্ষ্যে এই অভিনব প্রচার কর্মসূচি নেওয়া হয় l তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে , ১৮টি ওয়ার্ডে এই ধরনের অভিনব প্রচার নেওয়া হবে l প্রতিটি ওয়ার্ডেই সর্বাধিক লিড নেওয়ার জন্য লক্ষ্যমাত্রা স্থির হয়েছে l ২০১৩ সাল পর্যন্ত্য ঝাড়গ্রাম পৌরসভা ছিল বামেদের দখলে l এরপর পুরসভা দখল করে তৃণমূল l তবে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পর ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় বিজেপির সংগঠন বাড়তে শুরু করে lযার ফলস্বরুপ ২০১৯ লোকসভা নির্বাচনে পুরসভা এলাকা থেকে বিপুল সমর্থন পায় বিজেপি lতবে এরপর আর কোনও ভোটে গেরুয়া শিবির ঘুরে দাঁড়াতে পারেনিl কিন্তু ১৯এর লোকসভা ভোটের কথা মাথায় রেখে প্রচারে অভিনবত্ব আনছে তৃণমূল
এক তৃণমূল নেতা বলেন, বেশ কিছু ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে রয়েছে l তার অন্যতম কারন রাস্তার বেহাল দশা ,নিকাশী ব্যবস্থা ও গুটি কয়েক কাউন্সিলার দের জনসংযোগে ঘাটতিl রাজ্যস্তরীয় প্রথম সারির নেতাদের নির্দেশে প্রচারে জোর দিচ্ছে স্থানীয় নেতৃত্বl এদিন অজিত মাহাতো বলেন, আমাদের জয় শুধু সময়ের অপেক্ষাl বিজেপি আমাদের থেকে অনেক পিছিয়েl আজকের প্রচারে ভালো সাড়া মিলেছে।
জেলা বিজেপির সহ সভাপতি দেবাশীষ কুন্ডু বলেন, লোক দেখানোর জন্য সাইকেল র‍্যালি করা হয়েছে। প্রতিটি কাউন্সিলরের আগের সম্পত্তি কত, ও এখন কত রয়েছে, তা সাধারণ মানুষ জানে। ভোট বাক্সে প্রভাব পড়বে।

Developed by