আকাশ শীট,জেএনএফ,নয়াগ্রাম :
বেআইনি চোলাই মদের কারবার রুখতে নয়াগ্রাম থানা এলাকার একাধিক চোলাই ঠেকে অভিযান চালাল আবগারি দফতর। শুক্রবার নয়াগ্রাম থানার বেলবেরিয়া,বালিয়াঘাটি,রামচন্ত্র,খাকড়ি,রুগনিমারা গ্রামের চোলাই ঠেকে অভিযান চালিয়ে ছিয়াত্তর লিটার তাজা চোলাই মদ বাজেয়াপ্ত করল আবগারি দফতর। সঙ্গে নষ্ট করা হয়েছে প্রায় এক হাজার নশো লিটারের বেশি চোলাই তৈরির সামগ্রী।