Breaking
23 Dec 2024, Mon

প্রার্থী বরুণ মাহাতোকে নিয়ে পরিচয় পর্বের বৈঠকে কুড়মি সংগঠন

স্বপ্নীল মজুমদার, জেএনএফ, ঝাড়গ্রাম : আদিবাসী সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা আসনে কুড়মিদের দু’টি সংগঠন পৃথকভাবে প্রার্থী দিচ্ছে। শুক্রবার ঝাড়গ্রামের এক অতিথিশালায় আদিবাসী নেগাচারী কুড়মি সমাজের প্রার্থী বরুণ মাহাতোর সঙ্গে সবার পরিচয় করিয়ে দেওয়া হয়। নদীয়া জেলার বাসিন্দা বরুণ বিভিন্ন গণ সংগঠন করেন। বরুড়ের পদবি মাহাতো হলেও তিনি আদিবাসী বেদিয়া সম্প্রদায়ের। তাঁর কাস্ট সার্টিফিকেটও আছে। তবে এদিন নেগাচারীদের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন আদিবাসী কুড়ম সমাজের প্রতিনিধিরাও। অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বাধীন আদিবাসী কুড়মি সমাজ ঝাড়গ্রাম আসনে আদিবাসী মাহালি সম্প্রদায়ের সূর্য সিং বেসরাকে প্রার্থী ঘোষণা করেছেন। সূর্য সিং বেসরা ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলার প্রাক্তন বিধায়ক। তিনি ঝাড়খণ্ড পিপলস পার্টির কেন্দ্রীয় সভাপতি। তবে এদিন আদিবাসী নেগাচারী কুড়মি সমাজের রাজ্য সভাপতি অনুপ মাহাতো এবং আদিবাসী কুড়মি সমাজের নেতা মনোরঞ্জন মাহাতো বলেন, দু’টি কুড়মি সামাজিক সংগঠনের একজন প্রার্থী দেওয়ার জন্য আলোচনা চলছে। বরুণ মাহাতো ও সূর্য সিং বেসরা দু’জনেই মনোনয়ন দাখিল করবেন। আলোচনার ভিত্তিতে পরে কেউ একজন মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। এছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের ৭টি গনসংগঠনের প্রতিনিধিরা আজকের আলোচনা সভাতে উপস্থিত ছিলেন । রবিবার এ বিষয়ে দু’টি সংগঠন ঝাড়গ্রামে ফের আলোচনায় বসবে।

Developed by