Breaking
23 Dec 2024, Mon

আড়াই লক্ষ টাকার চোলাই সামগ্রী বাজেয়াপ্ত ও নষ্ট করল আবগারি দপ্তর

আকাশ শীট,জেএনএফ,বেলিয়াবেড়া :
বেআইনি চোলাই মদের কারবার রুখতে বেলিয়াবেড়া থানা এলাকার একাধিক চোলাই ঠেকে অভিযান চালাল আবগারি দফতর। বৃহস্পতিবার বেলিয়াবেড়া থানার জুগডিহা,নাকুইজুড়ি গ্রামের চোলাই ঠেকে অভিযান চালিয়ে প্রায় পঞ্চান্ন লিটার তাজা চোলাই মদ বাজেয়াপ্ত করল আবগারি দফতর। সঙ্গে নষ্ট করা হয়েছে প্রায় এক হাজার লিটারের বেশি চোলাই তৈরির সামগ্রী ‌। আবগারি সুত্রে খবর এদিন প্রায় আড়াই লক্ষ টাকার চোলাই সামগ্রী বাজেয়াপ্ত ও নষ্ট করা হয়েছে।

Developed by