Breaking
23 Dec 2024, Mon

“আপনারা নির্ভয় ভোট দিন আমরা রয়েছি” পুকুরিয়া গ্রামে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে রুটমার্চের সময় বললেন মহকুমা শাসক

জেএনএফ ,ঝাড়গ্রাম : মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম থানার অন্তর্গত পুকুরিয়া গ্রামে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী । কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে উপস্থিত ছিলেন, ঝাড়গ্রামের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত, ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস, ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার সহ কেন্দ্রীয় বাহিনীর অফিসাররা । মহকুমা শাসক গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন । এলাকায় শান্তি-শৃঙ্খলা রয়েছে কি না সেই প্রসঙ্গে খোঁজ খবর নেয় মহকুমা শাসক ।

Developed by