Breaking
23 Dec 2024, Mon

মহারাষ্ট্রে উদ্ধবের মোকাবিলায় রাজ?

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে। এবার বিজেপির টার্গেট চারশো আসন পার করা। সেই কাজে তাঁরা এবার সচেষ্ট। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরেকে বাগে আনতে এবার রাজ ঠাকরেকে আসরে নামাতে চলেছে বিজেপি। সোমবার রাতেই রাজের সঙ্গে বিজেপি শীর্ষ নেতৃত্বের কথা হয়েছে। মঙ্গলবার অমিত শাহের সঙ্গে কথা বলবেন রাজ।

তাঁর মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে সঙ্গে নিয়ে এবার ভোটে লড়তে চাইছে বিজেপি। এই বৈঠক নিয়ে রাজকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখানে আলোচনার জন্য এসেছি। দেখা যাক কী হয়। ইতিমধ্যে বিজেপির কাছে তিনটি আসন দাবি করেছে রাজ। দক্ষিণ মুম্বাই, নাসিক এবং আরও একটি আসন দাবি করেছে তাঁরা। তাঁদের এই দাবি কতটা মেনে নেয় বিজেপি তার ওপরেই এই জোটের ভবিষ্যত্‍ নির্ভর করছে। তবে রফা যাই হোক না কেন এবার মহারাষ্ট্র থেকে বিজেপি যে প্রচুর আসন টার্গেট করছে তা বলাই বাহুল্য।

Developed by