ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- পতঞ্জলীর বিজ্ঞাপন নিয়ে ফের একবার সমস্যায় রামদেব বাবা। তাঁকে সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার সমন দেওয়া হল। পতঞ্জলীর মানেজিং ডিরেক্টর আচার্য বালাকৃষ্ণকেও সমন পাঠিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। মেডিক্যাল ক্ষেত্রে পতঞ্জলীর বিভিন্ন সামগ্রী যে দাবি করেছে তা কতটা গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন তোলে আদালত।
মঙ্গলবার আদালত বলে এর আগে পতঞ্জলীর মানেজিং ডিরেক্টরকে আদালতে আসতে বলা হয়েছিল। কিন্তু কেন তিনি আসেননি? আদালত অবমাননার মামলাও জারি হয়েছে রামদেবের বিরুদ্ধে। পতঞ্জলীর হয়ে এই মামলা লড়ছেন বিশিষ্ট আইনজীবী মুকুল রহতগী। তিনি বলেন, এই মামলার সঙ্গে কীভাবে রামদেব বাবাকে জড়ানো হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না।