ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম চার মোস্ট ওয়ান্টেড মাওবাদী। যাদের মাথার দাম ছিল ৩৬ লক্ষ টাকা। সোমবার দুপুরে মহারাষ্ট্র পুলিশের কাছে খবর আসে তেলেঙ্গানা থেকে প্রাণহিতা নদী পেরিয়ে গড়চিরৌলিতে ঢুকেছে মাওবাদীদের একটি দল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে নামে সিআরপিএফ ও রাজ্য পুলিশের সি-৬০ কমান্ডাররা।
অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতিষ দেশমুখ। মঙ্গলবার সকালে এসপিএস রেপনপল্লি থেকে ৫ কিলোমিটার দূরে কোলামার্কা পাহাড়ে অনুসন্ধান চলাকালীন ৪ সদস্যের একটি সি-৬০ কমান্ডার দলের উপর আচমকা গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। দীর্ঘ গুলির লড়াইয়ের পর খতম হয় চার মাওবাদী। মৃতদের কাছ থেকে ১ টি করে একে-৪৭, কারবাইন ও দুটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। একাধিক মাওবাদ সংক্রান্ত বই পাওয়া গিয়েছে। ওই এলাকায় এখনও একাধিক মাওবাদী লুকিয়ে রয়েছে বলে অনুমান। এলাকা ঘিরে তাদের খোঁজে তল্লাশি চলছে।