Breaking
23 Dec 2024, Mon

দিল্লির বাতাসে বিষ? দূষণের তালিকায় বিশ্বের উপরের স্থানে রয়েছে রাজধানী?

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- দিল্লির বাতাস দূষণে ভারী! সুস্থ, স্বাভাবিক শ্বাস নেওয়ার ক্ষেত্রেও দিল্লি উপযুক্ত নয়? তাই নিয়ে একটি রিপোর্ট সামনে এসেছে। আর তাতেই ফের প্রশ্ন উঠছে দেশের রাজধানীকে নিয়ে। বিশ্বের সব থেকে দূষিত রাজধানীতে পরিণত হয়েছে দিল্লি।সুইস গ্রুপ আইকিউ এয়ার এই বিষয়ে সমীক্ষা ও পর্যবেক্ষণ চালিয়েছিল।সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে। আর তাতেই আশঙ্কার ছায়া ছড়িয়েছে রাজধানীতে। ২০২৩ থেকে পর্যবেক্ষণ হয়েছে ১৩৪টি দেশে। তার মধ্যে তৃতীয় স্থান দখলকারী ভারত। পিএম ২.৫ ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫৪.৪ মাইক্রোগ্রাম দূষণ কণা আছে।

শহর হিসেবে দুশ্চিন্তা ছড়িয়েছে দিল্লি। সেখানে প্রতি ঘন মিটারে দূষণ কণার পরিমাণ প্রতি ঘনমিটারে ৯২.৭ মাইক্রোগ্রাম। ২০২২ সালে এই দূষণের পরিমাণ ছিল ৮৯.১ মাইক্রোগ্রাম। অর্থাত্‍ এত কিছুর পরেও দিল্লির দূষণ কমানো যাচ্ছে না। বরং লাফিয়েই বাড়ছে।

Developed by