Breaking
23 Dec 2024, Mon

২৪ ঘণ্টার মধ্যে ফের DGP বদল, বিবেক সহায়ের জায়গায় এলেন সঞ্জয় মুখোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- রাজ্যের DGP হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায়। এদিন বিকেল ৩টের মধ্যে তাঁকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর নামেই শিলমোহর দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ মোতাবেক DGP পদের জন্য তিন জনের নাম প্রস্তাব করেছিল রাজ্য। অবশেষে ডিজিপি পদের দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয় মুখোপাধ্যায়কে।

উল্লেখ্য, রাজ্যে নির্বাচনী বিধি কার্যকর হওয়ার দুই দিনের মধ্যে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া হয় রাজীব কুমারকে। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে একটি নির্দেশ দিয়ে এই কথা জানিয়েছিল কমিশন।

সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমারকে এই দিনই রাজ্য সরকারের তরফে তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স বিভাগের অফিসার অন স্পেশাল ডিউটি পদের দায়িত্ব দেওয়া হয়। এরপরেই রাজ্য পুলিশের ডিজি (হোমগার্ড) পদের দায়িত্বে থাকা বিবেক সহায়কে ডিজিপি পদের দায়িত্ব দেওয়া হয়।

Developed by