জেএনএফ ওয়েব ডেস্ক :
ইতিমধ্যেই ভোট ঘোষণা করে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন। জারি হয়ে গেছে আদর্শ আচরণ বিধি। আর এরই মধ্যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। ভোটের প্রায় অনেকটা সময় আগেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অনেকটাই উল্লেখযোগ্য। এটাই জাতীয় নির্বাচন কমিশনের ভোটের আগে প্রথম পদক্ষেপ। নির্বাচন কমিশনের সূত্রে খবর পাওয়া যাচ্ছে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার লক্ষ্যেই এই পদক্ষেপ বা বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে।