ঝাড়গ্রাম: যাত্রীবাহী বাস ও তেল ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ ঘটলো সোমবার সকাল আনুমানিক ১০ টা ৪০ মিনিট নাগাদ ঝাড়গ্রাম থানার অন্তর্গত কলকাতা-মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়কে । জানা গিয়েছে, বালিভাষা টোল প্লাজার কাছে ঝাড়গ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি তেল ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনায় বেশ কয়েকজন বাসযাত্রী গুরুতরভাবে জখম হয়েছে বলে জানা গিয়েছে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ এবং আহত বাস যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা হয় ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে । হাসপাতালে পৌঁছায় ঝাড়্গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস, ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত বাস যাত্রীদের চিকিৎসা শুরু হয়েছে ।