জয়দীপ গোস্বামী ,জেএনএফ ওয়েব ডেস্ক : সামনেই লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটকে পাখির চোখ করে আগেই গ্যাসের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল মোদি মন্ত্রিসভা। আর এখন আরো একধাপ এগিয়ে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিলেন মোদি সরকার। পেট্রোলিয়াম মন্ত্রী হারদীপ সিংহ পুরী সোশ্যাল মিডিয়ার পোস্ট করে লিখেন পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা কমানো হয়েছে। এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেছেন ” আবারো প্রমাণ হয়েছে ভারতের কোটি কোটি পরিবারের কল্যাণ করার জন্যই কাজ করছেন প্রধানমন্ত্রী “।মূলত পেট্রোল ও ডিজেলের উপর থেকে ২ টাকা করে শুল্ক কমানো হয়েছে। ১৫ই মার্চ থেকে এই দাম কার্যকর হবে। কেন্দ্রীয় সরকার এই ঘোষণার ফলে কলকাতায় পেট্রোলের নতুন দাম লিটার প্রতি ১০৪.০৩ টাকা আর ডিজেলের দাম লিটার প্রতি ৯০.৭৬ টাকা।