Breaking
23 Dec 2024, Mon

পথ দুর্ঘটনার রুখতে ঝাড়গ্রাম জেলা পুলিশের বিশেষ উদ্যোগ

পথ দুর্ঘটনা রুখতে তৎপর ঝাড়গ্রাম জেলা পুলিশ । সাধারণ মানুষের অসচেতনতার কারণে দিনের পর দিন পথ দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে । আর এই পথ দুর্ঘটনা রুখতেই লালগড় থানার অন্তর্গত বুড়াবাবাতলা মোড়ে বৃহস্পতিবার ঝাড়গ্রামের এসডিপিও শামিম বিশ্বাস এর নেতৃত্বে পথ নিরাপত্তার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় । হেলমেট বিহীন বাইক আরোহীদের এদিন হেলমেট পরা নিয়ে সচেতন করেন ঝাড়গ্রামের SDPO এবং সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে তাদের অবগত করেন।

Developed by