Breaking
23 Dec 2024, Mon

রোমহর্ষক ব্যবসায়ী খুনের ঘটনা কলকাতায়, পরিদর্শনে মমতা

টাকা নিয়ে বিবাদের জেরে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের পর দেহ বস্তায় ভরে জলের ট্যাঙ্কের নিচে পুঁতে প্লাস্টার করে দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে। হাড়হিম করা এই ঘটনার সাক্ষী উত্তর ২৪ পরগনার নিমতা এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর,ওই ব্যবসায়ীর নাম ভব্য লাখানি।ব্যবসার সহযোগী অভিযুক্ত অনির্বাণ গুপ্তাকে ৫০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন ভব্য লাখানি। তার পর দীর্ঘদিন পেরলেও টাকা ফেরত পাননি। এদিকে টাকার জন্য স্বাভাবিক ভাবেই চাপ বাড়াতে থাকেন ভব্য। অবিলম্বে ওই যুবককে টাকা পরিশোধের কথা বলেন ব্যবসায়ী এসবের মাঝে সোমবার ভোররাতে ওই যুবক ব্যবসায়ীকে ফোন করে বলে খবর। তাঁকে ডেকে পাঠানো হয় টাকা ফেরতের নাম করে। ভোর তিনটেয় বাড়ি থেকে বের হন ভব্য লাখানি। এর পর তাঁর পরিবারের লোকেরা আর ব্যবসায়ীর হদিশ পাননি। বাধ্য হয়ে পরেরদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরই তদন্তে নামে পুলিশ। ব্যবসায়ীর মোবাইলের শেষ টাওয়ার লোকেশন দেখা যায় দমদম। সেই সূত্র ধরেই অভিযুক্ত অনির্বাণকে গ্রেপ্তার করা হয়। এর পরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। খুনের পর দেহ লোপাটের জন্য ব্যাগে ভরে জলের ট্যাংকের নিচে প্লাস্টারের মাধ্যমে ঢেকে দেওয়া হয়। পুলিশ তদন্ত চালাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা শোনার সাথে সাথে সেই স্থানে গিয়ে ঘটনার নিন্দা করেন এবং সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Developed by