Breaking
23 Dec 2024, Mon

প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার তেজস


জয়দীপ গোস্বামী ,জেএনএফ ওয়েব ডেস্ক : এদিন রাজস্থানের জয়সলমিরে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে বায়ুসেনার অত্যন্ত ভরসার যুদ্ধবিমান তেজস। সূত্রের খবর , ভেঙে পড়ার আগেই পাইলট বিমান থেকে ঝাঁপ দেয়। বিমান মাটিতে আছড়ে পড়ে আগুন ধরে যায়। অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। বিমান চালক সঠিক সময় বেরিয়ে এসে নিজের প্রাণ বাঁচিয়েছেন।

Developed by