Breaking
24 Dec 2024, Tue

শুভেন্দু অধিকারী কে নিয়ে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

জয়দীপ গোস্বামী ,জেএনএফ ওয়েব ডেস্ক : কিছুদিন আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর নিয়েছেন হাইকোর্টের বিচারপতি পদ থেকে। তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা ছিল তার পরবর্তী পদক্ষেপ নিয়ে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিতে যোগদানের কথা ঘোষণাও করেন। কান পাতলে শোনা যাচ্ছিল তিনি তমলুক থেকে বিজেপির টিকিটে দাড়াচ্ছেন। কিন্তু প্রথম দফায় বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করলেও নাম ছিল না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আজ অবশ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে একসাথে পূজো দিতে দেখা গেল তমলুকের বর্গভীমা মন্দিরে। সঙ্গে ছিলেন প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান বিজেপি বিধায়ক অশোক দিন্দা। কার্যত তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভোটে দাঁড়ানো নিয়ে যে জল্পনা চলছিল তাতে সিলমোহর পড়ে গেল আজই। প্রার্থী ঘোষণার আগে থেকেই একপ্রকার প্রচারে বেরিয়ে পড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নেতৃত্বের সাথে কথা বলার পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। নতুন দিন দেখার আশ্বাস দিলেন সংবাদমাধ্যমের সামনে।।

Developed by