জয়দীপ গোস্বামী ,জেএনএফ ডেস্ক : শিয়রে লোকসভা। ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণেমুল কংগ্রেস।গত ১০ ই মার্চ কলকাতার ব্রিগেড ময়দান থেকে দলের যুবরাজ অভিষেক ব্যানার্জী প্রার্থীদের নাম ঘোষণা করতেই ক্ষোভে ফেটে পড়েন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।সভা শেষে তেমন কিছু না বললেও বাড়ি ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন ব্যারাকপুরের সাংসদ।২০১৯ এ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং কে তৃণমূল কংগ্রেস টিকিট না দিলে তিনি দলবদল করেন এবং বিজেপির হয়ে ভোটে দাঁড়ান। প্রায় চোদ্দো হাজার ভোটে তিনি জয়লাভ করেন।কিন্তু পরবর্তী সময়ে বছর দুয়েক আগে অর্জুন অভিষেক ব্যানার্জীর হাত ধরে আবার তৃণেমুলে যোগদান করেন।অভিযোগ, দল তাকে টিকট দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এদিন তার নাম ঘোষণাই করলো না অভিষেক ব্যানার্জী।অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত।এদিন উল্লেখজনক ভাবে অর্জুন সিংয়ের অফিস থেকে মমতা ব্যানার্জির এবং অভিষেক ব্যানার্জীর ছবি সরিয়ে নরেন্দ্র মোদীর ছবি রাখা হয়।তাহলে কি তিনি আবার বিজিপির টিকিটে লড়বেন জল্পনা রাজনৈতিক মহলে। রাজনৈতীক মহল সূত্রে জানা যাচ্ছে আগামী লোকসভা ভোটে দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়তে দেখা যেতে পারে অর্জুন সিং-কে।