পুকুরে ডুবে মৃত্যু হল ৪ বছরের শিশু কন্যার । রবিবার দুপুর ২টা ৪০ মিনিট নাগাদ দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শিশু কন্যার নাম বর্না মাহাতো (৪)। বাড়ি লালগড় থানার অন্তর্গত জামদা এলাকায় । শনিবার বিকেলে বাড়ি সংলগ্ন পুকুর থেকে ওই শিশু কন্যাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা । ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । পরিবারের দাবি, খেলা করার সময় কোন কারণবশত পুকুরে পড়ে যায় ওই শিশু কন্যা । পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় সন্ধান করেও শিশু কন্যার খোঁজ না মেলায় পরে পুকুরে তল্লাশি চালালে মৃত অবস্থায় উদ্ধার হয় শিশু কন্যাটি ।