সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ, শিক্ষা ক্ষেত্রে রাজ্য সরকারের দুর্নীতি সহ একাধিক বিষয়কে সামনে রেখে রবিবার বিকাল ৫ টার সময় ঝাড়গ্রাম শহরে মিছিল করলো বিজেপি । ঝাড়গ্রাম শহর মন্ডল বিজেপির পক্ষ থেকে এদিনের মিছিল আয়োজিত হয় । ঝাড়গ্রাম শহরের শক্তিনগর থেকে মিছিল শুরু করে ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে । এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো সহ অন্যান্য নেতৃত্বরা ।