আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম পৌরসভার অন্তর্গত মহিলা সাফাই কর্মীদের সম্মান জ্ঞাপন করা হল স্বরূপ-তাপস ফাউন্ডেশনের পক্ষ থেকে । সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত, ঝাড়গ্রাম রাজ পরিবারের সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী বিক্রমাদিত্য মল্লদেব , ইন্দ্রনীল ঘোষ,সাথীলেখা দে ঘোষ,কোয়েল মিত্র সহ বিশিষ্ট ব্যক্তিরা । ঝাড়গ্রাম পৌরসভার অন্তর্গত ১৫ জন মহিলা সাফাই কর্মীকে এদিন সংবর্ধনার মাধ্যমে সম্মান জ্ঞাপনের পাশাপাশি তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়। এদিনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঝাড়গ্রামের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত । এদিনের এই সম্মান জ্ঞাপন অনুষ্ঠান প্রসঙ্গে ঝাড়গ্রামের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত, স্বরূপ-তাপস ফাউন্ডেশনের সাথীলেখা দে ঘোষ এবং ঝাড়গ্রাম পৌরসভার মহিলা সাফাই কর্মী কি বলছেন শুনুন?