Breaking
23 Dec 2024, Mon

মহাদেবের স্বপ্নাদেশে শিব মন্দির নির্মাণ করায় বদলে যায় পরিবারের আর্থিক অবস্থা!

দেবাদিদেব মহাদেব স্বপ্নাদেশ দিয়েছিল মন্দির গড়ার । কিন্তু পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। কিন্তু তারপরেও দেবাদিদেব মহাদেবের নির্দেশে ২২ বছর আগে বাড়িতে শিব মন্দির নির্মাণ করেছিলেন ঝাড়গ্রাম শহরের নৃপেণপল্লী এলাকার বাসিন্দা কল্যাণী মুখার্জি ও তার পরিবারের সদস্যরা । তারপর প্রতিনিয়ত কল্যাণী মুখার্জি মহাদেবের পুজো শুরু করেন । বদলে যায় কল্যাণী মুখার্জির পরিবারের আর্থিক অবস্থা । প্রতিদিন দূরদূরান্তের বহু ভক্ত পুজো দিতে আসেন এই শিব মন্দিরে। শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে শিব মন্দিরে । কল্যাণী মুখার্জী নিত্যদিনের মতো এদিনও মহাদেবের পূজা করবেন।

Developed by