Breaking
24 Dec 2024, Tue

নাবালিকাকে ধর্ষণে এক বছরে যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রামের বিশেষ পকসো আদালত

অর্পিতা দাস পাল, জেএনএফ, ঝাড়গ্রাম : বারো বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক বছরের মধ্যে প্রতিবেশি যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রামের বিশেষ পকসো আদালত। সাজাপ্রাপ্ত যুবকের নাম মঙ্গল ওরফে গুলু বাস্কে (২৩)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানা এলাকায়। ঝাড়গ্রামের বিশেষ পকসো আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি বারো বছরের নাবালিকা বাড়ির অদূরে জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার কাজ দেখতে গিয়েছিল। ওই সময় যুবক মঙ্গল বাস্কে নাবালিকাকে জোর করে ঝোঁপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বাড়িতে ফিরে এসে সমস্ত ঘটনা নাবালিকা জানায় তার মাকে। তারপর নাবালিকার মা তার স্বামীকে ঘটনাটি জানানোর একদিন পর বেলপাহাড়ি থানায় ২১ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ করেন নাবালিকার বাবা। পরের দিন ২২ ফেব্রুয়ারি পুলিশ অভিযুক্ত যুবক মঙ্গল বাস্কেকে গ্রেপ্তার করে। পুলিশ পকসো আইনের ৪ এবং ৫০৬ নং ধারায় মামলা রুজু করে ঝাড়গ্রামের বিশেষ পকসো আদালতে বিচার শুরু হয়। সাত দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। তারপর ২০২৩ সালের ২৭ মার্চ থেকে আদালতে চার্জফ্রেম গঠন হয়। দুজন চিকিৎসক, ৫ জন পুলিশ কর্মী সহ মোট ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। গতকাল মঙ্গলবার মঙ্গল বাস্কেকে দোষী সাব্যস্ত করেন বিচারক। পকসো আদালতের সরকারি শুভাশিষ দ্বিবেদী বলেন,‘পুলিশ পকসো মামলায় সাক্ষীদের আদালতে সঠিক সময়ে হাজির করায় বিচার প্রক্রিয়া দ্রুত তরান্বিত হওয়ায় এক বছরের মধ্যে বিচার পেলেন নির্যাতিতা। এদিন সাজা ঘোষণা করেন বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়। মঙ্গলকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ছয় হাজার টাকা জরিমানা করেছেন। পাশাপাশি নাবালিকাকে তিন লক্ষ টাকা রাজ্য সরকারের তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক।’

Developed by