জেএনএফ ডেস্ক : দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হল গ্রামীণ মেলা । সোমবার সকালে ঝাড়গ্রাম শহরের বামদা এলাকা থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত থেকে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । শালুকগেড়িয়া দেশবন্ধু ক্লাব উদ্যোগে শালুকগেড়িয়া গ্রামীন মেলা অনুষ্ঠিত হয় । এই বছর ২৭ তম বর্ষে পদার্পণ করল এই মেলা। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন জেলা থেকেও প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । এদিনের দৌড় প্রতিযোগিতায় শিশু , কিশোর-কিশোরী, নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ।