জেএনএফ ওয়েব ডেস্ক : মাসিক ভাতা বৃদ্ধি, স্মার্ট ফোন প্রদান এবং বকেয়া টাকা অবিলম্বে প্রদানের দাবি কে সামনে রেখে চলতি বছরের মার্চ মাসের এক তারিখ থেকে কর্মবিরতি পালন করছে আশাকর্মীরা । কর্মবিরতির সমর্থনে রবিবার সকাল ১১টার সময় ঝাড়গ্রাম শহরে মিছিল এবং পথসভা করে AIUTUC অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন । পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে এদিনের এই মিছিল ও পথসভা করা হয় ।