Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম শহরে রাজ্য কো-অর্ডিনেশন কমিটির “অধিকার যাত্রা”-র মিছিল সংঘটিত হয়, উপস্থিত রাজ্য সাধারণ সম্পাদক

জেএনএফ ডেস্ক : রবিবার ঝাড়গ্রাম শহরে রাজ্য কো-অর্ডিনেশন কমিটির অধিকার যাত্রার মিছিল সংগঠিত হয় । ঝাড়গ্রাম শহরের বলরামডিহি এলাকা থেকে অধিকার যাত্রার মিছিল শুরু হয় । রাজ্য কো-অর্ডিনেশন কমিটির অধিকার যাত্রার মিছিল ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে । জানা গিয়েছে, মিছিল শেষে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে পথসভা রয়েছে রাজ্য কো-অর্ডিনেসন কমিটির। উপস্থিত রয়েছেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী সহ রাজ্যের অন্যান্য নেতৃত্বরা এবং ঝাড়গ্রাম জেলা কমিটি নেতৃত্বরা এবং বামফ্রন্টের একাধিক সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা ।

Developed by