Breaking
23 Dec 2024, Mon

ধরমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সহদেব মুর্মুর বিরুদ্ধে সরব, চারঘন্টা তালা বন্ধ করে রাখলেন তৃণমূলের ৯ জন পঞ্চায়েত সদস্যরা!

গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এবার খোদ পঞ্চায়েত সদস্যদের অভিযোগ। যার জেরে লালগড় ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েত অফিস প্রায় চার ঘন্টা তালা বন্ধ করে রাখলেন পঞ্চায়েত সদস্যরা। মঙ্গলবার এ নিয়ে হৈ চৈ পড়ে যায় লালগড়ে। পঞ্চায়েত অফিস তালা বন্ধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লালগড় থানার আইসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে । তারপর পুলিশের হস্তক্ষেপে তালা খুলে দেন পঞ্চায়েত সদস্যরা। জানা গিয়েছে, ধরমপুর গ্রাম পঞ্চায়েতে মোট ১৩ জন পঞ্চায়েত সদস্য-সদস্যরা রয়েছেন। প্রধান সহদেব মুর্মু দলের অঞ্চল সভাপতির সঙ্গে যোগসাজশে অফিস চালাচ্ছেন বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যদের। পঞ্চায়েতের সরকারি কাজে পঞ্চায়েত সদস্যদের না জানিয়ে অন্ধকারে রেখে সমস্ত কিছু কাজ করছেন প্রধান অভিযোগ এমনটাই। এমনকি পঞ্চায়েত সদস্যদের কুরুচিকর ভাষায় অপমান করা, কাজের টেণ্ডারও গোপন রাখা,তাদের ভাতা বন্ধ করেদেওয়া এবং জন্ম-মৃত্যুর সার্টিফিকেট সময় মত পাচ্ছে না সাধারণ মানুষ এহেন নানা অভিযোগ পঞ্চায়েত সদস্যদের। এদিন পঞ্চায়েতের ন’জন সদস্য-সদস্যা পঞ্চায়েত অফিসে এসে সরকারি কর্মীদের বাইরে বের করে তালা বন্ধ করে রেখে দেন,যদিও সেই সময় পঞ্চায়েতে অফিসে ছিলেননা প্রধান ও উপপ্রধান ।

Developed by