Breaking
23 Dec 2024, Mon

পোস্ট অফিসে জমা টাকা নিয়ে আতঙ্কে গ্রাহকরা!

আকাশ শীট ,জেএনএফ ,গোপীবল্লভপুর: গ্রাহকদের পাসবুক জমা রেখে রাতারাতি বদলি পোস্ট মাস্টার। ঘটনায় পোস্ট অফিসে জমা টাকা নিয়ে আতঙ্কে গ্রাহকরা প্রতিবাদে নবনিযুক্ত পোস্ট মাস্টারকে আটক করে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা।
বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর ২ ব্লকের লাউপাড়া পোস্ট অফিসে। আগের পোস্ট মাস্টার বদলি হওয়ার পর এদিন সকালে নতুন পোস্ট মাস্টার আসতেই তাঁকে তালাবন্ধ করে বিক্ষোভ দেখান গ্রাহকরা। অভিযোগ আগের পোস্ট মাস্টার গ্রাহকদের সেভিংস একাউন্ট জমা নিয়েছেন বেশ কয়েকদিন আগে। সঙ্গে কিছু কাগজে স্বাক্ষর করে নিয়েছেন বলে অভিযোগ। স্বাভাবিক ভাবেই নিজের জমা টাকা নিয়ে অনিশ্চয়তায় লাউপাড়া পোস্ট অফিসের গ্রাহকরা।তাই এদিন সকাল থেকে পোস্ট অফিসে তালাবন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রাহকরা। তাদের দাবি আগে পোস্ট অফিসের উর্ধতন কর্তৃপক্ষ এসে জমা টাকা নিয়ে সমস্ত তথ্য সমেত বই ফেরত দিলে তবেই ছাড়া হবে আটক পোস্ট অফিস কর্মীকে।

Developed by