Breaking
23 Dec 2024, Mon

সোনা জিতলেন সিন্ধুরা

ইতিহাস তৈরি করেছে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল। ভারত দুর্দান্ত পারফর্ম করেছে এবং ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে (BATC) সোনা জিতে গিয়েছে। রবিবার ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাইল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারাল ভারতীয় দল।
  এবং এই জয়ের ফলে প্রথম এশিয়া চ্যাম্পিয়ন হল ভারতের মহিলা ব্যাডমিন্টন দল। পিভি সিন্ধু ছাড়াও ভারতের হয়ে ফাইনালে জয় পেয়েছেন আনমোল খারব এবং গায়ত্রী গায়ত্রী গোপীচাঁদ-তৃষা জলি জুটি।

Developed by