Breaking
23 Dec 2024, Mon

লরি ভর্তি স্পঞ্জ আয়রন লোপাটের অভিযোগে লরির মালিককে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম থানার পুলিশ

জেএনএফ ডেক্স: শুক্রবার রাতে ঝাড়খন্ড রাজ্যের সিদগোড়া এলাকা থেকে বেসরকারি কারখানা থেকে লরি ভর্তি স্পঞ্জ আয়রন লোপাটের অভিযোগে লরির মালিককে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম থানার পুলিশ।
ধৃত ব্যক্তির নাম বাসুদেব দাস। তার বাড়ি ওড়িশা রাজ্যের সরাইকেল্লা এলাকায়। । জামশেদপুর আদালত থেকে তাকে ট্রান্ডজিট রিমান্ডে ঝাড়গ্রাম আনা হয়। এদিন তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ জানুয়ারি ঝাড়গ্রাম থানার জিতুশোল এলাকায় একটি কারখানা থেকে স্পঞ্চ আয়রন ভর্তি লরি ওড়িশা রাজ্যের জাজপুরে একটি স্টিল ফ্যাক্টরির নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। লরিতে ১০ লক্ষ টাকার স্পঞ্জ আয়রন ছিল। কিন্তু অভিযোগ স্পঞ্জ আয়রন যথা স্থানে পৌঁছয়নি। ২রা ফেব্রুয়ারি অভিযোগ দায়ের করা হয় কোম্পানির তরফ থেকে l
তদন্তে নেমে বাসুদেব নাম এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ যদিও লরির সন্ধান মেলেনি। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর নিমপুরার বিনয় চৌধুরী নামে এক ব্যক্তি স্পঞ্জ আয়রন সরবরাহের বরাত পেয়েছিলেন। বিনয় বাবু বাসুদেবের লরি ভাড়া করেছিলেন। পুলিস জানিয়েছে বাসুদেবকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

Developed by