Breaking
23 Dec 2024, Mon

মোদি ও শাহের বাংলা সফর ফেব্রুয়ারি ও মার্চে !

ফাইল চিত্র

রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপি সূত্রের খবর, ২৮ ফেব্রুয়ারি রাতে কলকাতায় আসছেন শাহ। পরের দিন রাজ্যে তাঁর একাধিক দলীয় কর্মসূচি রয়েছে। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। শহরের কিছু বিশিষ্ট নাগরিকের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা। এদিকে ৩ মার্চ ঝটিকা সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। উত্তরবঙ্গে বেশ কিছু সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।গত ২৯ জানুয়ারিই অমিত শাহের রাজ্যে আসার কথা ছিল। মেচেদায় একটি জনসভাও ছিল তাঁর। সেই সভার সমস্ত প্রস্তুতিও সাড়া হয়ে গিয়েছিল রাজ্য বিজেপির। কিন্তু শেষ মুহূর্তে শাহের কর্মসূচি বাতিল হয়ে যায়। সেই সময় নীতীশ কুমারের মহাগঠবন্ধন ছেড়ে ফের এনডিএতে যোগ দেওয়া নিয়ে বিহারের রাজনীতি ছিল সরগরম। সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল হয়ে যায়। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, এই সফরে শাহ মেচেদার সেই সভাটি করতে পারেন।

Developed by